দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠা প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে প্রতিরোধের অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু ও মোস্তফা হক ভূইয়া বাবুর উদ্যোগ অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
বৃহস্পতিবার (২৬ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭ টায় হাজিগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কে সরকারি নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ত্রাণ নিতে আসা সকলকে প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়া ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেওয়া হয়। সেই সাথে সকলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের মাঝে সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ।