দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার পানি নিস্কাশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংর্ঘষে সংঘর্ষে দু’পক্ষের নারীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধারর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরেমশ্বদী গ্রামের হেলাল উদ্দীন ও ইয়াকুব মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে ইরি, বোরো জমিতে পানি নিষ্কাশন নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। গতকাল শনিবার এ নিয়ে তাদের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব, মাসকুল ইসলাম, জাহানারা সহ ৮ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।