দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দৈনিক মানব জমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক ও ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালের সম্পাদক রোটারিয়ান আলমগীর আজিজ ইমনের উদ্যেগে গত কয়েক দিন যাবত ধারাবাহিক ভাবে দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ চলছে।
বুধবার (১ এপ্রিল ) ও বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকালে গলাচিপার একতা টাওয়ারের সামনে থেকে এলাকার পথচারী, দিনমজুর, রিকশাচালকদের মাঝে চার শত প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ও সার্বকি সহযোগিতা করেছেন, সমাজ সেবা অফিসার মীর আব্দুল হান্নান, নারায়ণগঞ্জ জেলা যুবঐক্য পরিষদের সদস্য সচিব ভজন দাস, সাবেক ক্রিকেটার আরিফুর রহমান আরিফ, বিজয় চন্দ্র দাস, দিলদার, ক্রিকেটার রনি, সূমিত প্রমূখ।
এ বিষয়ে সাংবাদিক আলমগীর আজিজ ইমন বলেন, আমরা ধারাবাহিক ভাবে প্রতি দিন দুইশত পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়েছি।, গত কয়েক দিনে প্রায় বারোশত পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করেছি। আল্লাহর রহমতে আগামীকালও আরও দুইশত পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিব ইনশাল্লাহ্।
তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। করোনাভাইরাস থেকে এক মাত্র আল্লাহ আমাদের মুক্ত করতে পারে। তাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে।