দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জাফরুল হাসানের মৃত্যুতে আমরা একজন অভিবাবক হারিয়েছি। দলে তার অবদান বলে শেষ হবার নয়।
আমরা জাফরুল হাসানের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।