দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল।
সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন মহানগর দলের সদস্য সচিব আলী আজগর।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জাফরুল হাসানের মৃত্যুতে আমরা মহানগর শ্রমিকদল একজন অভিবাবক হারিয়েছি। দলে তার অবদান বলে শেষ হবার নয়।
আমরা জাফরুল হাসানের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।