দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সাবেক শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, বিল্লাল হোসেন ছিলেন বিএনপির দুঃসময়ে সাহসী সৈনিক। দলের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে। দলে তার অবদান বলে শেষ হবার নয়।
আমরা বিল্লাল হোসেনের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।