দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ খাঁনপুর ৩শ শয্যা হাসপাতালে স্থাপন করা হচ্ছে করোনাভাইরাসের পরীক্ষাগার। এ ল্যাব বাস্তবায়নে ১০-১৫ দিন সময় লাগবে।
এদিকে, গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সে করোনা পরীক্ষাগারের দাবি জানান নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্চয়। নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার নেই জেনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেন তিনি।
নারায়ণগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্চয় বলেন, করোনা পরীক্ষাগার স্থাপনের বিষয়ে ডিজির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে পরীক্ষাগার স্থাপন করা হবে। এজন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ও করোনা পরীক্ষার সরঞ্জাম আসবে।
জেলা সিভিল সার্জন ড. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ল্যাব বাস্তবায়নে ১০-১৫ দিন সময় লাগবে।