দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রাণঘাতী করেনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চার পুলিশ সদস্য।আক্রান্ত পুলিশ সদস্য চার জনকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে আইসোলেশনে রাখা হয়েছে।
পুলিশ সদস্যদের আক্রান্তের বিষয়টির সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর ( আইসিটি) আজগর হোসোন, তিনি এ বিষয়ে জানান ,দ্বায়িত্ব পালন করতে গিয়ে ফতুল্লা মডেল থানার চার পুলিশ সদস্য পুলিশ কনেস্টেবল ( ওসি’র বডিগার্ড) সেরু মিয়া, থানার মুন্সি( বকসী) জুয়েল আহম্মেদ,পুলিশ কনেস্টেবল সিরাজ ও পুলিশ কনেস্টেবল আজিজ মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কয়েক দিন ধরে তারা অসুস্থতাবোধ করলে তাদের নমুনা সংগ্রহ করা হয়।এতে করে তাদের চারজনেই রিপোর্ট করোনা ভাইরাস পজিটিভ আসে।আক্রান্ত চারজনকেই পুলিশ লাইনে আইসোলেশনে রাখা হয়েছে এবং সেখানেই তাদের কে চিকিৎসা দেওয়া হচ্ছে।