দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় সর্বোচ্চ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্ত ২০ জন রোগীর মধ্যে ১২ জনই এই উপজেলার। এ নিয়ে মোট আক্রান্ত ৩২১ জন।
মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস থেকে আরো জানান, জেলায় সিটি কর্পোরেশন এর পর দ্বিতীয় করোনাভাইরাসের আক্রান্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা। গত ২৪ ঘন্টায় ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে নতুন করে করোনাভাইরাসে ১২ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ৩২১ জন, মারা গেছে ১১ জন, সুস্থ হয়েছে ১২ জন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৮৫টি।
এছাড়া কোয়ারেন্টাইনে ছিলো ২২২ জন এর মধ্যে ছাড়া পেয়েছে ২১২ জন এবং বর্তমান কোয়ারেন্টাইনে আছে ১০ জন।