দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্ত হয়েছে ১৪৭৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৫৯ জন। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফেরেছে মোট ২৭৯ জন ও কোয়ারেন্টাইনে আছে ১৮ জন। তবে গত ২৪ ঘন্টায় জেলার রুপগঞ্জ উপজেলায় সর্বোচ্চ পরিমান করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস জানান,জেলায় গত ১৩ মে সকাল আটটা থেকে ১৪ মে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়িয়েছে ১৪৭৫ জন এবং মারা গেছে ৫৯ জন।এই পর্যন্ত জেলায় মোট ৫৭৪৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।এ দিকে সুস্থ হয়ে বাড়ি ফেরেছে মোট ২৭৯ জন।
স্থানভেদে জেলায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা হলো :নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর সিটি কর্পোরেশনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩৫ এবং মৃত ৪২ জন,নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪৯৯ ও মৃত ১৩ জন,বন্দর উপজেলায় ৩৩ ও মৃত ১ জন,সোনারগাঁ উপজেলায় ৭১ ও মৃত ২ জন, রুপগঞ্জ উপজেলায় ৮২ ও মৃত ১ জন এবং আড়াইহাজার উপজেলায় ৪৫ জন আক্রান্ত।
সুস্থ হয়ে বাড়ী ফেরা ২৭৯ জন রোগীর সংখ্যা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর সিটি কর্পোরেশন ১৯৩,নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪৯, বন্দর উপজেলায় ৪,সোনারগাঁ উপজেলায় ১৪ জন,রুপগঞ্জ উপজেলায় ৪ জন ও আড়াইহাজার ১৫ জন।