দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলা মোট আক্রান্ত হয়েছে ১৫৩৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬০ জন। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফেরেছে মোট ৩৪২ জন।
শুক্রবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস জানান, জেলায় গত ১৪ মে সকাল আটটা থেকে ১৫ মে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়িয়েছে ১৫৩৫ জন এবং মারা গেছে ৬০ জন।এই পর্যন্ত জেলায় মোট ৬০৬৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।এ দিকে সুস্থ হয়ে বাড়ি ফেরেছে মোট ৩৪২ জন।
স্থানভেদে জেলায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা হলো :নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর সিটি কর্পোরেশনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬৪ এবং মৃত ৪২ জন,নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫০৫ ও মৃত ১৪ জন,বন্দর উপজেলায় ৩৫ ও মৃত ১ জন,সোনারগাঁ উপজেলায় ৮৩ ও মৃত ২ জন,রুপগঞ্জ উপজেলায় ৯৯ ও মৃত ১ জন এবং আড়াইহাজার উপজেলায় ৪৯ জন আক্রান্ত।
সুস্থ হয়ে বাড়ী ফেরা ৩৪২ জন রোগীর সংখ্যা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর সিটি কর্পোরেশন ২৩৮,নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৬৩, বন্দর উপজেলায় ৫,সোনারগাঁ উপজেলায় ১৬ জন,রুপগঞ্জ উপজেলায় ৪ জন ও আড়াইহাজার ১৬ জন।