দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নগরীর খানপুর ৩শ শয্যা হাসপাতালে আরও ২জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে হাসপাতালের মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল ৫০ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।
তিনি জানান, নতুন করে শুক্রবার হাসপাতালের দুজন ক্লিনারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ডাক্তার নার্সসহ ৪৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ছিলেন। এখন এ হাসপাতালে মোট ৫০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত।
নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে মোট ৩২৯ জন স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। যার মধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। আক্রান্ত ৫০ স্বাস্থ্যকর্মী আইসোলেশনে রয়েছেন।