দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার চর বক্তাবলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝুট ব্যবসায়ী শাহাদাত হোসেন অন্তু হত্যা কারীদের প্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
বুধবার (২০ মে) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, চরবক্তাবলী এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারী মালেক বয়াতীর ছেলে আওলাদ, জমির খানের পুত্র খুনি মোতালেব, আলমাসের পুত্র রাজু, রহমানের পুত্র সোহেল সহ আরো ৪/৫ জন এলাকায় মাদক ব্যবসা ও সেবন করতো। তারা অন্তুুকে মাদক ব্যবসা ও সেবন করার জন্য চাপ প্রয়োগ করতো। গত ৫ মে রাতে অন্তুকে বাসা হতে ডেকে নিয়ে যায়। গরুর ফার্মে নিয়ে কেমিক্যাল মিশ্রিত খাবার খাইয়ে হত্যা করে।
অন্তুর পিতা জাকির হোসেন বলেন, আমার ছেলে হত্যা করেও রাক্ষ্যান্ত হয়নি। সোহেল ও আওলাদ আমাকে ডেকে নিয়ে ৫দিন পর্যন্ত ওদের ঘরে অজ্ঞান করে আটক করে রাখে। আমার অপরাধ হত্যাকারীদের শাস্তি দাবী করেছিলাম। আমার আওলাম ও সোহেল গংদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নেয়নি নিয়েছে একটি নাম মাত্র অভিযোগ। তাও আমার ঘটনা ৭/৮ দিন পরে।
এদিকে অভিযোগ দায়েরের পরে পুলিশ তাদের দোষ ঢাকতে ২ দিন এসে ছিলো কিন্তু আসামীদেরকে গ্রেফতার এখনও পর্যন্ত করেনি। আওলাদগংরা প্রতিনিয়ত আমাদেরকে হুমকী প্রদান করে আসছে। এখন আমরা কি করবো উপায় পাচ্ছিনা।
অন্তুহত্যাকারী আওলাদ, খুনী মোতালেব, রাজু, সোহেল সহ তাদের সহযোগী দের গ্রেফতার ও বিচার দাবী করেন নিহতের পরিবার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মা খোরশেদা বেগম, বাবা জাকির হোসেন, বড় বোন যুথিসহ চরবক্তাবলীর বিভিন্ন ব্যক্তিবর্গ।