দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবের পর থেকে নাসিক ১২নং ওয়ার্ডের মধ্যবিত্ত ও নিম্ন ম্যধ্যবিত্ত ১শ ৫০ পরিবারদের মাঝে ২য় বারের মত এবার ঈদ উপহার সামগ্রী প্রদান করেন হাজী আনিসুর রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে হাজী আনিসুর রহমানের ব্যক্তি উদ্যোগে ঐ সকল মানুষের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী বিতরন করেন তার ছেলে মাহির আবরার।
উপহার সামগ্রীর তালিকায় ছিলো, মুরগী, পুলার চাউল, আটা, সেমাই, চিনি, দুধ, তৈল, পিয়াজ, আলু।
এ উপহার সামগ্রী প্রদান করা হয় ১২নং ওয়ার্ডস্থ ব্যাংক কলনী, খাঁনপুর, ডনচেম্বার ও চানঁমাড়ি এলাকায়।
বিতরন কালে মাহির আবরার বলেন, কারোনাভাইরাসের প্রার্দুভাবের পর থেকে সবচেয়ে বেশি কষ্টে আছেন মধ্যবিত্ত ও নিম্ন ম্যধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো। তারা তাদের অসহায়েতের কথা কারো কাছে প্রকাশ করতে পারেন না। তাই আমার বাবা হাজী আনিসুর রহমান তার ব্যক্তি উদ্যোগে ঐ সকল পরিবারদের জন্য কিছু ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন। আমি ছেলে হিসেবে দায়িত্ব নিয়ে উপহার সামগ্রী গুলো বাড়ীতে বাড়ীতে পৌছে দিচ্ছি।
তিনি আরও বলেন, এর আগে যারা সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয়া সরকারী ত্রান পায়নি সে সকল অসহায় মানুষের তালিকা তৈরি করে তাদের কাছে আমরা ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি।আপনারা আমার বাবা ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যাতে করে এই ভাবে আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি।
এ উপহার সামগ্রী প্রদান কালে আরও উপস্থিত ছিলো, মাহির আবরারের বন্দু মহল রাফিন, তাছফিক, সাগর, আজাহার, ও চাঁনমাড়ী বন্ধু মহলের পক্ষে মানিক বেপারী, খায়ের খাঁন, ইমদিাদুল হক, খোকন প্রমূখ।