দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪২ জন এবং মারা গেছে ২জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৩২ জনে আর হয়েছে মৃত্যু ৭৭ জন।
২৪ ঘন্টায় নিহত দুইজনের মধ্যে একজন সদর উপজেলার ও অন্যজন সোনারগাঁও উপজেলার বাসিন্দা। তবে এরমধ্যে সুস্থ হয়েছেন ৭২৪ জন।
শুক্রবার (২৯ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যমতে, এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা, আড়াইহাজার উপজেলায় ১১৯, বন্দর উপজেলায় ৭৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০৭৪, রূপগঞ্জ উপজেলায় ২৪৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৮২৪ ও সোনারগাঁও উপজেলায় ১৯৭ জন। সুস্থ হওয়ার সংখ্যা আড়াইহাজার উপজেলায় ৩০, বন্দর উপজেলায় ১৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৩৬, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২১৭ ও সোনারগাঁও উপজেলায় ২০ জন। মৃত্যুর সংখ্যা-বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫১, রূপগঞ্জ উপজেলায় ১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৭, সোনারগাঁও উপজেলায় ৬ জন এবং আড়াইহাজার উপজেলায় কোন মৃত্যু নেই।