দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের নির্দেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা ৬৫ জন হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করেন।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪ টায় নগরীর নিমতলা এলাকায় এ সামগ্রী প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আবুল কাউছার আশা বলেন, দেশের এই দুঃসময়ে আপনাদের মত অসহায় কর্মহীন মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রার্দুভাবের পর থেকেই সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের নির্দেশ মোতাবেক আমি চেষ্টা করে যাচ্ছি অসহায়দের পাশে থাকার।
কতটুকু পারছি সেটা বিচার করার সময় আমাদের নেই কারন আমরা মন থেকে আপনাদের সেবা করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আপনাদের কিছুটা হলেও দুঃখ লাগব করার। কতটুকু পারছি জানি না। তবে এই সেবা করতে গিয়ে যে তৃপ্তি ও আপনাদের ভালবাসা পাচ্ছি সেটার মূল্য কখনই দিতে পারবো না।
এ সময় তিনি হিজড়া সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে বলেন, আমার কাছে আপনারা স্থায়ী ভাবে বসবাস করার জায়গা চেয়েছেন। আমি আপনাদের সেই দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ ও মেয়রের কাছে আহবান করছি। তারা যেন আপনাদের জন্য একটু থাকার জায়গার ব্যবস্থা করে দেন। আপনারাও তাদের কাছে লিখিত ভাবে আবেদন করেন। আমি আশাকরি তারা আপনাদের জন্য অবশ্যই সেই ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, আপনারা আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের সেবা করতে পারি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হিজড়া সম্প্রদায়ের নেতা হাজী ময়ুরী, সন্ধ্যা রানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন লিয়ন, তনু, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য রোমান হোসেন রাব্বী সহ হিজড়া সম্প্রদায়ের অন্যান্য সদস্যবৃন্দ।