দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা সহ তার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা আরও উল্লেখ্য করেন, দেশের এই দুঃসময়ে একজন আইনজীবিরসহ তার পরিবারের উপর হামলার ঘটনা ন্যাক্কার জনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা প্রশাসনের কাছে আহবান করবো।
অচিরেই এই ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হউক। সেই সাথে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার প্রতি নজর দেওয়া হউক।