দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান অপু (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) ধর্ষিতার অভিযোগের প্রেক্ষিতে ঐ যুবককে গ্রেফতার করা হয়।
অভিযোগের বিত্তিতে জানা যায়, নগরীর উত্তর চাষাড়ায় বসবাসরত প্রবাসীর স্ত্রী (ছদ্ম নাম) লাভলী (২০) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার সেলিম সরকারের ছেলে মেহেদী হাসান অপু পরিচয় হয়।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারী চাষাড়া শহীদ মিনারে তাদের দেখা হয়। সেই সুবাদে গত ৫ এপ্রিল অপুর জন্ম দিনে লাভলীকে তার বাড়িতে দাওয়াত দেয়। বন্ধুত্বের সর্ম্পকের কারনে লাভলী তার চাচাতো ভাইকে নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে তার ভাইয়ের ব্যবসায়ীক কাজের প্রয়োজনে বোনকে বলে সেখান থেকে চলে আসে।
এদিকে তার ভাইয়ের অনুস্থিতিতে খাওয়া-দাওয়ার সময় অপু তাকে কোল্ড ড্রিংস দেয়। যেটা খেয়ে প্রায় ২০ মিনিটের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। তারপর দীর্ঘ ২ ঘন্টা পরে যখন লাভলীর জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে তাকে দৈহিক নির্যাতন চালানো হয়েছে।
এ ঘটনার পর থেকে অপুর সাথে লাভলী বন্দুত্বর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। কিন্তু লাভলীকে অচেতন করে ধর্ষণের সময় অপু সেটা ভিডিও করে রাখে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকী দিয়ে একাধিক বার ধর্ষণ করে। এতে করে প্রবাসীর স্ত্রী লাভলী গর্ভে সন্তান চলে আসে।
বিষয়টি অপুকে জানালে সে আদমজী পুল সংলগ্ন একটি প্রাইভেট ক্লিনিকে জোরপূর্বক গর্ভপাত করায়।
এ ব্যাপারে লাভলী গত ১১ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করি। সেই অভিযোগের প্রেক্ষিতে ১৮ জুন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অপুকে গ্রেফতার করে।
এ বিষয় সিদিদ্ধরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা অভিযোগটি আমলে নিয়ে আসামীকে আটক করেছি। পরবর্তীতে ধর্ষণ মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । মামলা নং ৩৭/১৯/৬। আর ধর্ষিতাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।