দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অসহায় হয়ে পড়া ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন মহানগর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মিঠু আহমেদ।
বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৬ টায় নাসিক ১৩নং ওয়ার্ডস্থ চেয়ারম্যান বাড়ী এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে মিঠু আহমেদ বলেন, করোনার কারনে অনেক অসহায় মানুষ না খেয়ে দিন যাপন করছে। তাই আমরা বন্দুমহলের উদ্যোগে এই ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই চেষ্টায় কিছুটা হলেও এই অসহায় মানুষের দুঃখ লাগব হবে। আমরা চেষ্টা করবো খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিকতা অব্যাহত রাখতে।
এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর যুবদলের সদস্য রাজু আহমেদ, সোহেল আহমেদ, ফয়সাল ও মহানগর ছাত্রদল নেতা জহির রায়হান প্রমূখ।