দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে পিতা-মাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সৈকত রঞ্জন রক্ষিত (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত সাদিপুর ওলামাপাড়া গ্রামের মনোরঞ্জন রক্ষিতের ছেলে ।
এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামাপাড়া গ্রামের মনোরঞ্জর রক্ষিতের ছেলে সৈকত রঞ্জন রক্ষিতের সাথে পাশ্ববর্তি গ্রামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।
বিষয়টি যুবকরে পিতা-মাতা জানতে পেরে ছেলেকে বকাঝকা করলে সে অভিমান করে বুধবার সকালে নিজ কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত যুবকের
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।