দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর করোনা মুক্ত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগষ্ট) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। সেই সাথে তিনি সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া কজামনা করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, আমার আইনজীবি ভাই ও সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিক বন্দু যারা আমার জন্য দোয়া করেছেন এবং আমি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফোন করে যারা আমার খোজ খবর নিয়েছেন। সেই সাথে নানা পরামর্শ দিয়ে আমাকে সহযোগীতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালবাসায় মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ্যতা দান করেছেন। সেই সাথে আমার পরিবারের সকল সদস্যকে এই ভাইরাস থেকে মুক্ত রেখেন।
আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি যেন তিনি সকলকে সুস্থ রাখেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। ৯ আগষ্ট রোববার তিনি সহ তার স্ত্রী ও দুই মেয়ে করোনা পরিক্ষা করান। মঙ্গলবার ১১ আগষ্ট তাদের সকলের রির্পোট নেগিটিভ আসে। বর্তমান তিনি সহ তার পরিবারের সকলেই করোনা মুক্ত আছেন।