দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার(১৫ আগষ্ট)বাদ আসর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে নারায়ণগঞ্জ বন্দর ঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃজসিম ঊদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সহস্যদের আতœার মাগফিরাত কামনায় করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ,বীরমুক্তিযোদ্ধা জুলহাস, মোস্তাফিজুর রহমান,সদর থানা অফিসার ইনচার্জ মোঃআসাদুজ্জামান আসাদ, চেম্বার অব কমার্সের চেয়ারম্যান খালেদ হায়দার খান কাজল সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন বীরমুক্তিযোদ্ধারা।