দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত একটি যাত্রীবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে এই রুটে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) দুপুরে ২নং রেল গেট দ্বিগু বাবুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয় তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ আমিনুল হক জানান, ট্রেন লাইনের নিচে দেওয়া কাঠের মাঝ স্থান থেকে পাথর সরে যাওয়াতে লাইনের উপর পরিমানের চাইতে বেশী দুরত্ব সৃষ্টি হওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। যত দ্রুত সম্ভব আমরা এটা মেরামতের চেষ্টা করছি। মেরামত কাজ সম্পূর্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।