দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে পৌরসভার বাগমাছা ঋষিপাড়া এলাকায় মনিঋষি পরিবারের শতাধীক দরিদ্র নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রোববার (২৭ সেপ্টম্বর) সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালের পরিচালক বিশিষ্ঠ গাইনি চিকিৎসক শিউলী সরকার প্রসুতি ও দুর্বল মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এসময় পৌর এলাকার ঋষিপাড়ার সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের শতাধীক প্রসুতি ও দুর্বল মায়েদের বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান ও প্রয়োজনীয় রোগীদের আল্ট্রাসনোগ্রাম করানো হয়।
এছাড়াও অতি দরিদ্র পরিবারের মায়েদের প্যাথোলজি পরীক্ষার জন্য পঞ্চাশ ভাগ মূল্য ছাড় দেয়া হয়। এসময় দরিদ্র নারীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান কামরুল হাসান দুলাল, হাসপাতালের পরিচালক ইয়াসিন কবির, সমাজ সেবক শেখর রায়, হাসপাতালের জিএম তুহিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।