দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: স্থানীয় সরকার মন্ত্রনালয়াধীন ইউনিয়ণ পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশ বাহিনীর সরকারী কর্মচারীদের ন্যায় কমান্ডার বা দফাদারদের-১৯ গ্রেড, গ্রাম পুলিশদের-২০ গ্রেডে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সদস্যগণ তাদের দাবীকৃত পেশ তুলে ধরেন এবং তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি কেশব চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, জেলা প্রতিনিধি রুস্তম আলী, দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন, কমান্ডার জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, আল-আমিন, মাহফুজা বেগম, হেনা বেগম, মোসলেম মিয়া, মমতাজ বেগম, মঞ্জুর আলম সহ প্রমুখ।
মানববন্ধন শেষে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি পেশ করা হয়।