1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : christelgalarza :
  3. [email protected] : gabrielewyselask :
  4. [email protected] : Jahiduz zaman shahajada :
  5. [email protected] : lillieharpur533 :
  6. [email protected] : minniewalkley36 :
  7. [email protected] : sheliawaechter2 :
  8. [email protected] : Skriaz30 :
  9. [email protected] : Skriaz30 :
  10. [email protected] : The Bangla Express : The Bangla Express
  11. [email protected] : willierounds :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট

১১ নভেম্বর রাজাপুরবাসীর একটি কলঙ্কিত অধ্যায় -শওকত আলী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বক্তাবলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বক্তাবলি ইউনিয়নের রুপকার ও রাষ্ট্রী স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান এম শওকত আলী ৪র্থ বারের মত বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওমর ফারুক ও রাজাপুর পঞ্চায়েত বর্গের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার(৪ডিসেম্বর)বেলা ১১টায় রাজাপুর মসজিদ সংলগ্ন ওমর ফারুকের বাসার মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়।

রাজাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাবলি ইউপির পুনরায় নির্বাচিত চেয়ারম্যান এম শওকত আলী সহ বক্তাবলি ইউপির নবনির্বাচিত সদস্য আব্দুর রশিদ,মীর আজিজুর রহমান,মোঃওমর ফারুক,আকিল উদ্দীন,সেকান্দার আলী,আলমগীর হোসেন,নুপুর আক্তার,পিংকি আক্তারকে ফুলে দিয়ে বরণ করে নেন রাজাপুরবাসী ও পঞ্চায়েত কমিটি।

এসময় এম শওকত আলী বলেন,এইবারের নির্বাচন আমার জন্য ছিলো সবচেয়ে চ্যালেঞ্জের।কারন আমি অনেককে সমর্থন করেছিলাম কিন্তু বলতে পারি নাই মনে মনে রেখেছি।যেমন ১ নং ওয়ার্ডে জাহাঙ্গীরকে আমি সরাসরি সমর্থন দিয়েছিলাম।রশিদকে আমি বসতে বলেছিলাম কিন্তু রশিদ বলেছিলো আমি দুইবার নির্বাচন করেছি এবারও নির্বাচন করবো আপনে কিছু বলবেন না।এবং অল্প সংখ্যক ভোটের কারনে জাহাঙ্গীর হেরে গেছিলো রশিদের কাছে।গত সপ্তাহে রশিদ ফুল নিয়ে ঘাটে গিয়ে আমাকে বরণ করেছে আমি ফুল নিয়েছি কারন তাকে নিয়েই আমার কাজ করতে হবে।এবার আমি ৯ জন সদস্যকে হারিয়েছি।২,৬,৯ নং ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডের সদস্যদের আমি হারিয়েছি।৫ নং ওয়ার্ডের সদস্য নির্বাচন করেনি এবং বাকি ওয়ার্ডের গুলোর সদস্যরা পরাজিত হয়েছেন।এবার যারা নির্বাচিত হয়েছে সবাইকেই আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।আর যারা পরাজিত হয়েছেন তাদেরকে বলবো আপনেরা যেকোন সমস্যা ও প্রয়োজন হলে আমাকে বলবেন।আপনেরা সদস্য থাকাকালীন যে সম্মানটা পেতেন এখনো সেই সম্মানটা পাবেন আমি কথা দিচ্ছি।

গত ১১ নভেম্বর রাজাপুর ঘটে যাওয়া ঘটিনা উল্লেখ করে শওকত আলী বলেন,তবে রাজাপুরবাসী আপনেরা যে কাজটি করেছেন ১১ নভেম্বর এই ওয়ার্ডে একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিলো।বক্তাবলি ইউনিয়নের নির্বাচনে এই প্রথম ব্যালেট বক্স ছিনিয়ে নেওয়া।সেটা যেই পদ্ধতিতেই হোক আপনেরা ভোট আপনাদের পক্ষ নিয়ে গিয়েছেন।তবে আপনাদের সব সময় সচেতন ও সতর্ক থাকতে হবে যাতে পুনরায় এই ঘটনা না ঘটে।নির্বাচনের দিন ইউএনও আমাকে উপজেলায় নিয়ে বসিয়ে রেখেছিলো।আমাকে বলেছিলো আমার ইউনিয়নে কিভাবে ব্যালেট বক্স ছিনতাই হয় আমি বলেছিলাম স্যার আমি থাকলে এটা হতো না।এমপি সাহেবও বলেছিলেন দূর্ধষরা ব্যালেট বক্স ছিনতাই করেছে।আমি বলেছিলাম ওরা দূর্ধষ না ওদের সাহস আছে।

আমি রাজাপুরবাসীকে কতৃজ্ঞতা জানাতে চাই।আর এই কতৃজ্ঞতা সবচেয়ে বেশি পাওনা ইফতেখারুজ্জামান শাহীন ও জামাল।কারন তারাও যদি না বসে এলাকার সবার কাছে গিয়ে ভোট চাইতো তাহলে আজকে ওমর পাশ করতো না।তাই তাদেরও সব কাজে সহযোগিতা নিবেন এবং ডাকবেন।আজকে একজন আপনাকে সহযোগিতা করবে কালকে আপনে করবেন।এটা আমি ওমর ফারুককে বলতে চাই তাদের সহযোগিতা নিবেন।রাজাপুরের ইজ্জ্বত রেখেছেন ওমর ফারুক।এই খানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে  মা বোনেরা।বার বার প্রশাসন তাদের বিরক্ত করেছে।তারা ইজ্জতের ভয় পায় নাই,নিজের জীবনের ভয় পায় নাই।তারপর তারা ভোট দিয়েছে।তারপর তারা থেমে থাকেনি।তারা মনে করেছে যেভাবেই হোক আমার এলাকার মেম্বারকে পাশ করাতে হবে।২০১৬ সালে আপনে পাশ করার পিছনেও বাদশা মাদববের হাত আছে।তাই তার সাথে সেই রকমই ব্যবহার করবেন।

নিজের জন্য দোয়া চেয়ে তিনি বলেন,আল্লাহর কাছে দোয়া করি।এবং আপনেরা আমার জন্য দোয়া করবেন।কারন বলা যায় না কার মৃত্যু কখন।যদি আমি মারা যাই তাহলে আপনেরা আমার জানাজায় শরিক হয়েন।

অনুষ্ঠানে ফুল দিয়ে আরো বরন করে নেওয়া হয় নারায়ানগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন,ভিপি আলমগীর,রফিকুক ইসলাম নান্নু,মুফতি মোক্তার হোসেন,সাবেক ইউপি সদস্য আতাউর রহমান প্রধান,শফিউদ্দিন মাদবর,ওহাব মাদবর,নজরুল ইসলাম বাবুল,ইব্রাহিম খলিল মজিবর রহমান মাদবর,আব্দুল আলী,আনোয়ার আলী,সামেদ আলী,জামাল হোসেন,আওলাদ হোসেন মাদবর,ইদ্রিস আলী প্রমূখ।

আরও সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
DESIGNED BY RIAZUL