দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ২০২১–২০২২ ইং কার্যকালের জন্য নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। না: গঞ্জ ট্যাক্সেস বারের ৩৯ তম বার্ষিক সভায় নব-নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর।
সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ চানমারীস্হ হিমালয় চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
একই সাথে উক্ত সভায় ২০২১–২০২২ ইং কার্যকালের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এডভোকেট রতন কান্তি ধর ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী জিন্নাহ খানের নেতৃত্বাধীন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট এড : মোঃ আব্দুল জলিল দেওয়ান।
সভায় করোনা কালীন সময়ে মৃত্যুবরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর জেনারেল সেক্রেটারী এড : মোঃ আব্দুর রব বাবুল সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করে শুনান এবং ২০২০–২০২১ ইং কার্যকালের আয়- ব্যয়ের হিসাব লিখিত আকারে পেশ করেন, যা উপস্থিত সদস্যদের মাধ্যমে অনুমোদিত হয়।
উক্ত সভায় ২০২১–২০২২ ইং কার্যকালের জন্য নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত হচ্ছেন-প্রেসিডেন্ট এডঃ রতন কান্তি ধর, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী জিন্নাহ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড: মোঃ আব্দুর রব বাবুল, ভাইস প্রেসিডেন্ট মালিক সোহেল সারওয়ার ,
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এড: মোহাম্মদ আলী, ট্রেজারার এড: মোঃ আবু সুফিয়ান, লাইব্রেরী সেক্রেটারি এডঃ মোঃ আনিসুর রহমান লিংকন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সেক্রেটারি এড: মোঃ মোশারফ হোসেন মিটু, লিগ্যাল এইড সেক্রেটারি এড: মোঃ নুরুল হুদা। এছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন- ড, মুহাম্মদ ওসমান গনি, এড: মোঃ রুহুল আমীন, অজয় কিশোর মোদক, এডঃ মোঃ আব্দুল জলিল দেওয়ান, ননী গোপাল দাস, এডঃ আলাউদ্দিন আহ্ম্মেদ, মোঃ কবির হোসেন ও মোঃ জিল্লুর রহমান।
পরিচিতি সভা শেষে বিদায়ী প্রেসিডেন্ট এড: মোঃ আব্দুল জলিল দেওয়ান নবনির্বাচিত প্রেসিডেন্ট এড: রতন কান্তি ধর এর কাছে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেন এবং বিদায়ী কমিটির সকল সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সভায় অ্যাড মোহাম্মদ আনিসুর রহমান লিংকনের উপস্থাপনায় সৌজন্য বক্তব্য রাখেন –
নবনির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট রতন কান্তি ধর, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী জিন্নাহ খান। এছাড়া আরো বক্তব্য রাখেন- আলহাজ্ব মোঃ বজলুর রহমান, এড: আবু বকর সিদ্দিক, ড, মুহাম্মদ ওসমান গনি, এডঃ মোঃ রুহুল আমীন, অজয় কিশোর মোদক, এডঃ মোঃ সুলতান উদ্দিন নান্নু, এড: সরকার হুমায়ুন কবির এবং সবশেষে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট এড: মোঃ আব্দুল জলিল দেওয়ান।