দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরের দাসের গাও বাসষ্ট্যান্ডে মার্কেটের ৪টি দোকানের মালামাল বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে পুড়ে ভস্মিভুত হয়েছে ।
রবিবার(২০ফ্রেব্রুয়ারী)দুপুরে দাসের গাও বাসষ্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এ অগ্নিকান্ডের ঘটনায় দাসের গাও বাসষ্ট্যান্ডে মার্কেটের রাজিবের ডিজেল ও শ্যালো মেশিনের দোকান, শাহপরানের ওয়ার্কসপ এর দুইটি দোকান, সুমনের ঔষধের ফার্মেসী পুড়ে ছাই হয়ে যায়।
জানাগেছে, বন্দরের দাসের গাও বাসষ্ট্যান্ডে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ড সংঘটিত হয়। তবে দোকানে কোন লোক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দ্রুত বন্দর থানা ও বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ছুটে এসে নিরলস ভাবেআগুন নিবারনে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে দোকান মালিকদেও দাবী প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।