দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর, চরপাড়া,লাধুরচর মৌজার অবৈধ ও ভুয়া কাগজপত্র ও আইডি কার্ড বানিয়ে এম্পেয়ার ল্যান্ড মার্কেটের নামে ভুয়া দলিল বানিয়ে রেজিস্ট্রারী করায় সোনারগাঁ সাব-রেজিস্টারী অফিসের দলিল এক লিখকের বিরুদ্ধে অভিযোগ তুলে ও ভুয়া কাগজপত্র সংগ্রহকারী সজল বিশ্বাস মনার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শুক্রবার ১৪ অক্টোবর বিকালে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া, গোবিন্দপুর লাধুরচর জামপুর ইউনিয়নসহ শত শত লোক লাধুরচর গোবিন্দপুর মৌজার শত বিঘা জমি এম্পেয়ার ল্যান্ড মার্কেটের নামে ভুয়া কাগজপত্র ও এন আইডি কার্ড ও ভুয়া জমির মালিক সাজিয়ে
সোনারগাঁও উপজেলার সাবরেজিস্টার অফিসের এক দলিল লিখক ও ভুয়া কাজ সংগ্রহকারী সজল বিশ্বাস (মনা) মিলে অসহায় সনাতন ধর্মালন্বী ও মুসলমানদের শত বিঘা জমি ও বাড়ির ভুয়া দলিল করে নেওয়ায় ভুয়া দলিল বাতিলের দাবিতে হাজারো লোক নিয়ে এলাকাবাসী মানববন্ধন বিক্ষোভ ও মিছিলের করেছেন।
এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সেলিম ভুইয়া, আওয়ামী লীগ নেতা মোঃ খায়রুল আলম, সমাজসেবক মোঃ মজিবুর রহমান, সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে গনেশ বাবু, জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার সাবেক মেম্বার মো.আমজাদ হোসেন লতিফ।
ইউপি সদস্য মোঃ সেলিম তার বক্তব্যে বলেন, গোবিন্দপু লাধুরচর মৌজার বিভিন্ন ফসলি জমি ও সংখ্যালঘু পরিবারদের বাড়ির অবৈধ কাগজ ও ভুয়া এন আইডি কার্ড বানিয়ে ভুয়া দলিল করে শত বিঘা জমি ভুয়া দলিল করে নিয়েগেছে একটি কুচক্রী মহল।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অবৈধ দলিল বাতিলের দাবি জানান। এবং গোবিন্দপুরের এলাকার সংখ্যালঘু পরিবারদের অবৈধভাবে জমি দখলকারী কুচক্রী মহলের হাত থেকে এলাকাবাসীকে বাচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্যে ভুয়া দলিল বাতিলের দাবি জানান। পরে এলাকাবাসী হাজারো লোক নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।