দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিসিকের এক গার্মেন্টস কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্বার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা ছিনতাইকারীর কবলে পরে নিহত হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) সকালে শহরের চাষাড়া রেললাইন সংলগ্ন মহিলা কলেজের পাশে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার করে পুলিশ।
এর আগে চাষাড়া রেললাইন সংলগ্ন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ পরে থাকতে দেখা গেলে এক যুবক জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
উদ্বারের সময় পুলিশ লাশের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করতে জানতে পারে অজ্ঞাত লাশটি ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউ আই কুষ্টিয়ার দৌলতপুরের চর প্রাগপুরের মোঃ জয়নুর রহমান জনি(২০)।
এবিষয়ে চাষাড়ায় রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান,চাষাড়া রেললাইনে সরকারি মহিলা কলেজের সামনে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার কাঁধে একটি ব্যাগ ছিল। তা তল্লাশি চালিয়ে ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পদ উল্লেখ করা পরিচয়পত্র পাই।
পরিচয়পত্রে জরুরি নম্বরে ফোন করে কথা হয় নিহতের ভাই হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। তিনি জানান, শুক্রবার রাত ৭টায় নারায়ণগঞ্জ ফতুল্লা বিসিকের উদ্দেশে কুষ্টিয়া থেকে বাসে উঠেছিলেন জনি।
পুলিশের ধারণা শুক্রবার দিনগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে চাষাড়ায় বাস থেকে নেমে সরকারি মহিলা কলেজের সামনে যানবাহনের অপেক্ষাকালে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হোন জনি।