দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ের নোয়াগাঁও চৌরাপাড়া বারদী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কওে মেহেদী হাসান নামে এক যুবককে মেরে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কামাল হোসেনের স্ত্রী জায়েদা বেগম মো.সজীবগংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসুত্রে জানা যায়,তার ছেলে মো.মেহেদী হাসান থানাধীন আনন্দবাজার ছোনপাড়া মিলে কাজ করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চৌরাপাড়াস্থ আমার বাসার সামনে আমার ছেলে পথ রোধ করে মো.হোসেনের ছেলে মো.সজীব হোসেন, সেলিম হোসেন ও মো.শাহীন এবং মৃত.অঅবু তালেবের ছেলে মো.নাঈম ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে গত ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় দেশীয় অস্ত্র নিয়া বেআইনিভাবে জনতাদ্ধআমার ছেলেকে পথরোধ করিয়া এলোপাতাড়ি মারপিট করিয়া আমার ছেলের হাতে পায়ে পিঠে মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে।
১নং বিবাদী সজীব হোসেন তাহার হাতে থাকা লোহার রড দিয়া আঘাত করিয়া আমার ছেলের বাম হাতের কাঁধের জয়েন্ট ভেঙ্গে ফেলে গুরুতর জখম করে। আমার ছেলে ডাক চিৎকার শুনিয়া আশেপাশার লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার ছেলেকে গালমন্দ করিয়া ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকী প্রদান করে করে চলে যায়।
স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহযোগিতায় আমি আমার ছেলেকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসা করানো হয় আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে রেফার্ড করেন।