দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার কাশিপুরের খিলমার্কেট এলাকায় অটো রিক্সা থেকে চাদাঁবাজির অভিযোগে মো.সুমন নামের এক চাদাঁবাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার বেলা ১২টায় খিলমার্কেট এলাকা থেকে অটোরিক্সার ষ্টিকারসহ সুমনকে আটক করা হয়। এ ঘটনায় সুমনকে আসামী করে আদালতে প্রেরন করেছে ফতুলøা মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চাদাঁবাজ সুমন বরিশাইলøা আজিজুলের সহকর্মী বলে তাদের কাছে স্বীকারোক্তি করেছেন সুমন। এ সময় তার কাছ থেকে আজিজুলের নিয়ন্ত্রনাধীন অটোরিক্সা মালিক সমিতির ব্যবহৃত বেশ কয়েকটি ষ্টিকারও উদ্ধার করেছেন তারা।
আটক সুমন তাদের কাছে বলেছেন যে,যারা মাসিক চাদাঁর টাকা দিতে টালবাহানা করেন তাদের গাড়ী থেকে উক্ত ষ্টিকারগুলো উঠিয়ে নিয়েছেন। তাকে আটকের পর উত্তেজিত জনতা কিছুটা উত্তম-মধ্যমও করেছেন বলে জানান তারা।
তারা আরও বলেন, পঞ্চবটী ও বিভিন্ন রুটে চলাচলকারী প্রতিটি ইজিবাইক ও মিশুকে মালিক ও চালকদের ইচ্ছের বিরুদ্ধে তাদের কাছ থেকে একটি প্লেট সংগ্রহ করতে হয়। যে সকল মালিক কিংবা চালক উক্ত প্লেট সংগ্রহ না কওে তাহলে রা¯Íায় গাড়ি থামিয়ে সিট খুলে নিয়ে যায়।