দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ্ বাদলের জৈষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনায় আজমীর শরীফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বাদ ফজর সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা খোকন প্রধানের উদ্যোগে এ মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।
এসময় মিলাদ ও দোয়ায় নাঃগঞ্জ (৪) আসনের সাংসদ শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ্ বাদল ও সাধারন সম্পাদক আলহাজ্ব শওকত আলীর সু স্বাস্হ্য কামনা করা হয়।
আজমীর শরীফ দরগাহ্ মসজিদে উক্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন গরীবে নেওয়াজ হযরত মাঈনুদ্দীন চিশতী (রহঃ) খাজা বাবা খ্যাত এর দরগাহ্ ওয়ালী মঞ্জিলের খাদেম হযরত কলিমুদ্দীন চিশতী।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারী রোববার দিবাগত রাতে ফতুল্লা থানাধীন কাশীপুর খিল মার্কেট এলাকাস্হ পেশকার বাড়ীতে মোছাব্বির আলম নয়ন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪৫ বছর। মৃত্যুকালে নয়ন বাবা-মা, স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগাহী রেখে যান।