দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শুধু রাজনৈতিক পদ, নেই কোন সরকারী বা বেসরকারী দায়িত্বে তবুও যেন নিজের ক্ষুদ্র আয়োজন নিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে বদ্ধপরিকর সাগর প্রধান।
মহামারী করোনা ভাইরাসে আতংকে ঘরবন্দি খেটে খাওয়া দিন মজুর মানুষের মাঝে মাক্স-স্যানিটাইজার সাবান সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরন করছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান।
শনিবার (৪এপ্রিল) সাগর প্রধানের পক্ষ থেকে ১৩নং ওয়ার্ডস্থ আমলাপাড়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও ধারাবাহিকতার সহিত ৩০মার্চ ৮নং ওয়ার্ড এলাকায়ও জনসাধারণের মাঝে মাক্স-স্যানিটাইজার সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অপরদিকে, ১লা এপ্রিল ১৩নং ওয়ার্ড আমলাপাড়া ও সিদ্ধিরগঞ্জ এলাকায় করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ঠিক একই কায়দায় বৃহস্পতিবার(২এপ্রিল)সিদ্ধিরগঞ্জ থানা ৮নং ওয়ার্ড ভূঁইয়াপাড়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রায় ২শ পরিবারের মাঝে।।
এছাড়াও, তীব্র শীতের সময়েও গরীব দুঃখী মানুষের সাথে দুঃখ-কষ্ট ভাগ করে নিতে কম্বল নিয়ে বেশ কয়েকবার হাজির হয়েছিলেন সাগর প্রধান।
আর তার সাথে নিরলস পরিশ্রম করে তাকে সহযোগীতা করেছেন তার রাজনৈতিক সহযুদ্ধা, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সাগর প্রধানের এ কর্মকান্ডে ও উদ্যোগকে সাধুবাদ তার রাজনৈতিক সহযুদ্ধা সহ বিভিন্ন মহল।
তাছাড়া রাজনৈতিক অঙ্গনে দলের দুঃসময়ে সাগর প্রধানের সাংগঠনিক দক্ষতা বেশ প্রশংসা কুড়িয়েছেন। দলী কর্মসূচির পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়ানোর পদক্ষেপ সুবিদাবাদী রাজনীতিবিদদরে জন্য গলায় কাটা হয়ে দাড়িয়েছে।
তবে সাগর প্রধানের মত তরুন ও উদীয়মান নেতারা যদি দল ও দেশের প্রয়োজনে নিরলস পরিশ্রম করে যায়। তাহলে সেই দিন বেশি ধুরে নয়, যে দিন এদেশের উন্নয়নের পতাকা জানান দিবে আমরাও পারি জয়কে ছিনিয়ে আনতে।