দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনা মহামারিতে কয়েক লক্ষ মানুষ চাকুরী হারিয়ে বেকার জীবন অতিবাহিত করছে আর গ্রামের গৃহস্থালি পরিবারও যেনো এই মহামারি সর্বশ শেষ হয়ে গেছে কিন্তু ক্ষুদা কি তা বুঝে।
এমনি চাকুরীর খুঁজে শহরে এসে চাকুরী না পেয়ে ও পরিবারের ভরপোষন না দিতে পেরে অবশেষে রুমের আডায় রশির সঙ্গে ঝুলি গেলে রফিকুল নামের এক যুবক।
সোমবার (২৪ আগষ্ট)ফতুল্লা থানাধীন রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঘটে এই ঘটনাটি।
নিহত রফিকুল ইসলাম(২৯) শেরপুরের চকসাবন্দি এলাকার আব্দুল হালিমের ছেলে ও রামারবাগ এর মোঃমিসির আলীর বাসার ভাড়াটে।
রফিকুল ইসলামকে তার নিজ শোয়ার ঘরের আড়ার সঙ্গে দড়ি দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকা বাসি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় ফোন করে বিষয়টি জানানোর পরে এসআই ইমরান ঘটনাস্থলে এসে রফিকুল ইসলামকে তার নিজ শোয়ার ঘরের আড়ার সঙ্গে দড়ি দ্বারা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
বাসার বাড়িওলা জানা যায়, রফিকুল ইসলাম কাজের খোঁজে শহরে এসেছে বেশি কিছু দিন যাবৎ কিন্তু কাজের কোন প্রকার সন্ধান না পেয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা।
এ সময় এসআই ইমরান সাংবাদিকদের বলেন,বর্তমানে লাশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান।