দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, মিড নাইট সরকার বাঙ্গালীর বুকের তাঁজা দিয়ে স্বাধীনতার ৫০ বছর পালন করেছে। তাদের এই আচরনই প্রমান করে দিয়েছে তারা এদেশের মানুষের সরকার নয় ভারতের দালাল।
শনিবার (২৭ মার্চ) দুপুর ২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কিলারপুল এলাকা মহানগর যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে সাগর প্রধানের নেতৃত্ব নবীগঞ্জ ঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের কিলারপুল এলাকায় এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাগর প্রধান আরও বলেন, ভারতের অসহায় মোসলমানদের উপর যে জালিম সরকার নির্যাতন নিপীরন চালাচ্ছে। সেই জালিম সরকারকে খুশি করতেই স্বাধীনতার ৫০ বছরের দিন শেখ হাসিনা মোসলমানদের রক্ত নিয়েছে।
আওয়ামী লীগ সরকার বাঙ্গলী জাতির রক্তে অর্জিত স্বাধীন দেশকে ভারতের হাতে তুলে দিতেই মোদির দালালী করছে। তারা স্বাধীনতার স্বপেক্ষর শক্তি বলে নিজেদের দাবি করলেও প্রকৃত পক্ষে আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু।
এই অন্যায়ের বিচার একদিন এদেশের মাটিতে হবে কারন মিথ্যা দিয়ে সাময়িক ভাবে লাভবান হওয়া যায় কিন্তু সত্যকে কখনই হত্যা করা যায় না।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, সম্রাট হাসান সুজন, মোঃ ফয়সাল, মোঃ মনজুর হোসেন, মোহাম্মদ রিকসন, মোহাম্মদ ফখরুল হাসান, পরশ মাহমুদ, মোহাম্মদ জেকি, মোঃ হুমায়ুন কবির, মোঃ রনি প্রধান সানাউল্লাহ,মোঃ রাসেল, মোঃ রেজোয়ান প্রমুখ।